জম্মু: (৩০ জুন) জম্মুতে ১ জুলাই থেকে শুরু হতে চলা তাওয়ি নদীর ‘আরতি’ অনুষ্ঠানে, অমরনাথ তীর্থযাত্রীদের অংশগ্রহণ সহজ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে, জানিয়েছেন জম্মু মিউনিসিপ্যাল কর্পোরেশনের (JMC) কমিশনার দেবাংশ যাদব।

শহরের কেন্দ্রস্থলে তাওয়ি নদীর তীরে অনুষ্ঠিত ‘সূর্যপুত্রী’ তাওয়ি আরতি জম্মুর প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্য পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং নাগরিকদের এই পবিত্র নদীর সঙ্গে গভীরভাবে যুক্ত করার এক বিশেষ উদ্যোগ।
“দীর্ঘদিন ধরে প্রত্যাশিত সূর্যপুত্রী তাওয়ি আরতি ১ জুলাই থেকে শুরু হবে এবং প্রতিদিন সন্ধ্যা ৭টায় তাওয়ি নদীর তীরে অনুষ্ঠিত হবে,” সাংবাদিকদের জানিয়েছেন সেখানকার কমিশনার, যাঁর সঙ্গে ছিলেন তথ্য ও জনসংযোগ অধিদপ্তরের পরিচালক নিতীশ রাজোরা।


