CUET UG Result 2025: আজকে ৪ জুলাই ২০২৫ ন্যাশনাল টেস্ট এজেন্সি (NTA) প্রকাশ করল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট (CUET UG 2025) এর রেজাল্ট। যারা এই পরীক্ষায় দিয়েছেন তাদের রেজাল্ট দেখা যাবে cute.nta.nic.in এই ওয়েবসাইটে। কি ভাবে দেখবেন এই রেজাল্ট জেনে নিন বিস্তারিত-
CUET UG Result 2025: আজকে ৪ জুলাই NTA প্রকাশ করল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট (CUET UG 2025) এর রেজাল্ট, NTA এর X হ্যান্ডেলে জানাল আজই প্রকাশ করা হবে আই রেজাল্ট। তবে কখন থেকে দেখা যাবে এই রেজাল্ট NTA এই বিষয়ে কিছু জানায় নি।
কবে এই পরীক্ষা হয়েছিল?
NTA এর অধীনে আই পরীক্ষা হয়েছিল মে মাস এর ১৩ তারিখ থেকে জুন ৩ তারিখ পর্যন্ত।
কবে উত্তর পত্র প্রকাশ করা হয়?
CUET UG এর প্রভিশনাল/ অস্থায়ী উত্তর পত্র প্রকাশ করা হয় জুন মাস এর ১৭ তারিখে। এবং আপত্তি এর শেষ তারিক ছিলো জুনের ২০ তারিখ ২০২৫ পর্যন্ত।
CUET UG 2025 রেজাল্ট চেক করার ধাপ:
- অফিসিয়াল ওয়েবসাইটে যান: cuet.nta.nic.in
- CUET UG Result 2025” বা “Scorecard” লিংক ক্লিক করুন
- আপনার login details দিন
- রেজাল্ট দেখা যাবে।ভবিষতের ব্যবহারের জন্য ডাউনলোড করে রাখুন
এই পরীক্ষায় মোট ১৩.৪৮ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষা টি সম্পূর্ণ কম্পিউটার বেস মাধ্যমে নেওয়া হয়। পরিক্ষার প্রশ্ন পত্র ইংরাজি ছাড়াও পরিক্ষার্থী তার নিচের পছন্দমত আঞ্চলিক ভাষাতেও দেওয়া বিকল্প ছিলো।এই পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ৫ নাম্বার দেওয়া হয় ও ভুল উত্তরের জন্য ১ নাম্বার কাটা হয়।